কবিতা:- বিদায়

প্রকাশিত: ২৩ জানুয়ারী, ২০২৪ ০৬:৩৪:২৩ || পরিবর্তিত: ২৩ জানুয়ারী, ২০২৪ ০৬:৩৪:২৩

কবিতা:- বিদায়

কবিতা:- বিদায়
                  
বিদায়ের লগ্নে কেউ চলে যায়
হাজার বিদায় আসবে তোমার লগ্নে ভাই 

বিচলিত হয়ো না তুমি 
       বিচলিত হয়ো না 
বিদায়ের আবেগ ভরা ভালোবাসা 
         তোমার জন্য উজাড় করে দিতে চায়

অশ্রু সিক্ত আবেগ ভরা মন দিয়ে 
স্বরণ করি বিদায়ের কথা 
তবুও তুমি ভোলার নয়

তুমি চাইলেও দূরে থাকার নয়
          তবুও দূরে থাকতে হয়

সময় পথচারীকে বাধ্য করে 
   বিদায়ের কথা স্মরণ করিতে 
সময় এত নিষ্ঠুর 
          কেন জানি মনে হয়

আসবেই আসবে 
      একদিন শেষ বিদায়
এ বিদায় রক্ষার কোন 
             ক্ষমতা নাই ।

লেখক: হাফেজ মেহেদী হাসান


প্রজন্মনিউজ২৪/এইচআরসি

এ সম্পর্কিত খবর

কবিতা:- বিদায়

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ